স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের জোকা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত করা হয়। শুক্রবার ২৫ আগস্ট সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব ও অসহায় লোকজনের চিকিৎসা প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা উপদেষ্টা, বাংলাদেশ (আইইবি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভাইস প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ সাধারণ সম্পাদক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা ও বাংলাদেশ জাতীয় সংসদ ৩১০ মহিলা আসন সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, পলাশবাড়ীায়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মোঃ হারুন অর রশীদ, ‘এক পেট আহার’ এর নির্বাহী পরিচালক সোহেল সবুজ, বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস কে নুরুজ্জামান, বিনোদপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ খায়রুজ্জামান, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কো চেয়ারম্যান পার্সন পারভীন সুলতানা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নিউরো মেডিসিন ডা: মো: নাজমুজ্জামান পলাশ, বাংলাদেশ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: আশিকুজ্জামান ইমন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: আব্দুল মান্নান, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফারিন মৌ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: তামান্না, ডা: নিশিতা, নেপাল থেকে ডা: অরুণ পাটেল মেডিসিন, ডা: লোকেন্দ্রনাথ চৌসার মেডিসিন, ডা: সাবিন প্রজাপতি ইন্টারনাল মেডিসিন, ডা:
আব্দুর রহমান ইন্টারনাল মেডিসিন।
এসময়ে বাংলাদেশ, ভারত ও নেপাল দেশের অভিজ্ঞ চিকিৎসকগণ এলাকার শত শত রোগীর ফ্রী এ্যালোপ্যাথিক ঔষধের মাধ্যমে সেবা প্রদান করেন এবং বেক্সিমকো ও দি একমি ল্যাবরেটরীজ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঔষধ রোগীদের প্রেসক্রিপশন করে বিতরণ করে।
প্রিন্ট