বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর সদর হাসপাতালে আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় বিনামূল্যে স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর সদর হাসপাতালে ডেঙ্গু সচেতন মূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,বি এম এর সভাপতি ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাক্তার আবু আহমেদ, আর এম ও ডাক্তার গণেশ কুমার আগরওয়ালা।
- আরও পড়ুনঃ ‘ন্যায়বিচার’ পেয়ে সন্তুষ্ট ফুলপরী
এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ডাক্তারদের সেবার মানসিকতা নিয়ে রোগীদের সেবা দিতে বলেন। পাশাপাশি স্যালাইনের অভাবে কোন রোগী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেন। এই হাসপাতালে মোট ২৫০ টি স্যালাইন বিতরণ করা হয়।
প্রিন্ট