গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহাড়া ইউনিয়নের জালাল মাঠ বাহাড়া গ্রামের তোতা মাতুব্বর তার পাওনা টাকা চাইতে গিয়ে জখমী অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এ বিষয়ে আহত তোতা মাতুব্বরের ছেলে শিপন বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস পূর্বে বিবাদীগন ২ লক্ষ ২০ হাজার টাকা ধার নিয়েছিল। ২০ আগষ্ট রবিবার সকাল সাড়ে ৯টায় তোতা মাতুব্বর তার পাওনা টাকা চাইতে গেলে একই গ্রামের রকমান শেখের ৩ পুত্র, মোঃ হাফিজুর শেখ (৪০), মফিজুর শেখ (৩৮), রেজাউল শেখ (৩৫), এবং হাফিজুর শেখের পুত্র হাদু শেখ (২০) সহ আরো অজ্ঞাত নামা ৫/৬জন একত্রে তোতা মাতুব্বরকে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট করে।
- আরও পড়ুনঃ আত্রাইয়ে বিলুপ্তির পথে বাঁশ শিল্প
এক পর্যায়ে হাফিজুর শেখ তার হাতে থাকা রামদা দিয়ে তোতা মাতুব্বরের মাথায় কোপ দেয় এতে গুরুতর রক্তাক্ত জখম হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রিন্ট