ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষীকি ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দিবসটি উপলক্ষে ফকির ভাটা ও ইউনিয়ন পরিষদের সামনে শোক সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
- আরও পড়ুনঃ স্বাধীনতা বিরোধীরা মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলোঃ -শেখ সোহেল রানা টিপু
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদসহ আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মি ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী কৃষ্ণপুরকে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন এলাকাবাসীকে।
প্রিন্ট