ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার Logo খোকসায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন Logo পাংশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo দিনাজপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা Logo বোয়ালমারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ Logo বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo লন্ডনে ফিলিস্তিনের জন্য হাজারও মানুষের মিছিল Logo শিয়ালদহ আদালতে নুতন ফৌজদারি আইন নিয়ে সেমিনার Logo পাংশায় স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে মানবিক কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করল আনসার-ভিডিপি Logo ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের বিশ লাখ টাকা নিয়ে লাপাত্তা এনজিও জেশ ফাউন্ডেশন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভূরুঙ্গামারীতে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা

চলাচলের রাস্তা বন্ধ করে হামলা * আতঙ্কে দিন কাটছে পরিবারটির

আরিফুল ইসলাম জয়ঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রাম পাগলারহাট বাজার সংলগ্ন এক নারীর বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া এবং বাড়িতে হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

.

ভুক্তভোগী খুকুমনি বেগম (৪৫) জানান, তার স্বামী মোঃ ওমর আলীকে নিয়ে তিনি প্রায় ৩০-৩৫ বছর ধরে নিজ নামে ক্রয়কৃত ৬৭ শতক জমির একটি অংশে বসবাস করে আসছেন। জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া চলাচলের একমাত্র রাস্তাটিও তারা বন্ধ করে দিয়েছে।

.

লিখিত অভিযোগে খুকুমনি বেগম জানান, অভিযুক্তরা একাধিকবার দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র — লাঠি, রড, দা, কুড়াল ও শাবলসহ এসে জমিতে ভয়ভীতি দেখিয়েছে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে। ৫ মে গভীর রাতে তারা চলাচলের রাস্তায় গর্ত খুঁড়ে খুঁটি পুঁতে বেড়া দেয়। বাধা দিলে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।

.

সর্বশেষ ১০ মে রাতেও অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বাড়ির সামনে এসে গেট ভাঙার চেষ্টা করে এবং আশপাশে ঘোরাঘুরি করে আতঙ্ক সৃষ্টি করে। নারী ও শিশুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

.

ভূরুঙ্গামারী থানায় দায়ের করা অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন:
১) মোঃ হাফিজুর রহমান ওরফে নাটু (৩০), পিতা- মোক্তার আলি; ২) মোঃ আঃ হাকিম (৮০), পিতা-মৃত নৈমুদ্দিন; ৩) মোঃ শাহ আলী (৪৫), পিতা-মোঃ শমু মিয়া; ৪) মোঃ মফিজ উদ্দিন (৪০), পিতা-মোঃ আহাম্মদ আলী; ৫) মোঃ হান্নান মিয়া (৩০), পিতা-মোঃ খোরশেদ আলী; ৬) মোছাঃ জেসমিন বেগম (২৬), স্বামী-মোঃ হাফিজুর রহমান ওরফে নাটু৷

.

এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ বলেন, “অভিযুক্ত হাফিজুর একাধিকবার চলাচলের রাস্তা বন্ধ করেছে। আমি নিজেও ২ ফুট জায়গা ছেড়ে দিয়েছিলাম, সেটিও দখল করে বেড়া দিয়েছে। জমির কাগজপত্র দেখে আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো কথাই মানছে না।”

.

ঘটনা স্থলে গিয়ে কথা হলে হাফিজুর রহমান ওরফে নাটু বলেন, “এই জায়গা আমার। আমি আমার জমিতে বেড়া দিয়েছি। কেউ কিছু বললে আমি শুনবো না, বেড়া খুলবো না।”

.

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

.

খুকুমনি বেগম বলেন, “আমরা এখন ঘর থেকে বের হতে পারি না। ছেলে কাজে যেতে পারে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে?” তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

আরিফুল ইসলাম জয়ঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রাম পাগলারহাট বাজার সংলগ্ন এক নারীর বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া এবং বাড়িতে হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

.

ভুক্তভোগী খুকুমনি বেগম (৪৫) জানান, তার স্বামী মোঃ ওমর আলীকে নিয়ে তিনি প্রায় ৩০-৩৫ বছর ধরে নিজ নামে ক্রয়কৃত ৬৭ শতক জমির একটি অংশে বসবাস করে আসছেন। জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া চলাচলের একমাত্র রাস্তাটিও তারা বন্ধ করে দিয়েছে।

.

লিখিত অভিযোগে খুকুমনি বেগম জানান, অভিযুক্তরা একাধিকবার দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র — লাঠি, রড, দা, কুড়াল ও শাবলসহ এসে জমিতে ভয়ভীতি দেখিয়েছে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে। ৫ মে গভীর রাতে তারা চলাচলের রাস্তায় গর্ত খুঁড়ে খুঁটি পুঁতে বেড়া দেয়। বাধা দিলে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।

.

সর্বশেষ ১০ মে রাতেও অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বাড়ির সামনে এসে গেট ভাঙার চেষ্টা করে এবং আশপাশে ঘোরাঘুরি করে আতঙ্ক সৃষ্টি করে। নারী ও শিশুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

.

ভূরুঙ্গামারী থানায় দায়ের করা অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন:
১) মোঃ হাফিজুর রহমান ওরফে নাটু (৩০), পিতা- মোক্তার আলি; ২) মোঃ আঃ হাকিম (৮০), পিতা-মৃত নৈমুদ্দিন; ৩) মোঃ শাহ আলী (৪৫), পিতা-মোঃ শমু মিয়া; ৪) মোঃ মফিজ উদ্দিন (৪০), পিতা-মোঃ আহাম্মদ আলী; ৫) মোঃ হান্নান মিয়া (৩০), পিতা-মোঃ খোরশেদ আলী; ৬) মোছাঃ জেসমিন বেগম (২৬), স্বামী-মোঃ হাফিজুর রহমান ওরফে নাটু৷

.

এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ বলেন, “অভিযুক্ত হাফিজুর একাধিকবার চলাচলের রাস্তা বন্ধ করেছে। আমি নিজেও ২ ফুট জায়গা ছেড়ে দিয়েছিলাম, সেটিও দখল করে বেড়া দিয়েছে। জমির কাগজপত্র দেখে আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো কথাই মানছে না।”

.

ঘটনা স্থলে গিয়ে কথা হলে হাফিজুর রহমান ওরফে নাটু বলেন, “এই জায়গা আমার। আমি আমার জমিতে বেড়া দিয়েছি। কেউ কিছু বললে আমি শুনবো না, বেড়া খুলবো না।”

.

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

.

খুকুমনি বেগম বলেন, “আমরা এখন ঘর থেকে বের হতে পারি না। ছেলে কাজে যেতে পারে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে?” তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


প্রিন্ট