মানিক কুমার দাসঃ
সাম্য হত্যার বিচারের দাবিতে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
.
আজ রবিবার বেলা বারোটায় সরকারি রাজেন্দ্র কলেজ প্রশাসনিক ভবনের সামনে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী সভাপতিত্বে ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তের গাফিলতি প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের জড়িত মূল ঘাতক সহ আসামিকে অবিলম্বে গ্রেফতার সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
.
উক্ত প্রতিবাদ সমাবেশ এ বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন।
.
সভায় বক্তারা ছাত্রদল নেতা সাম্যর হত্যাকারী এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে আগামীদিনে আরো ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রিন্ট