যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে ১৫ আগস্ট ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
প্যারিসের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এই শোক দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের হেড অব চ্যান্সেরী ওয়ালিদ বিন কাশেম।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ । বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত শোক প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান অনুষ্ঠানে উপস্থিত দূতাবাসের উর্ধতন কর্মকর্তারা।
আরও বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেইন কয়েছ, সহ সভাপতি সোহরাব মিরধা, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ও ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুজিবর রহমান।
প্রিন্ট