বাংলাদেশ আওয়ামী লীগের, শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে এ শোককে শক্তিতে পরিনত করতে হবে।
তিনি মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা ১৯৭৫ সালের এই দিনে বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে খুন হন। সেদিন ভাগ্যক্রমে তার দুই মেয়ে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বেচে যান। সেদিনের এই শোককে শক্তিতে পরিনত করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি আরে বলেন, দুঃস্কৃতি মহলের অপচেষ্টাকে ব্যর্থ করে হাসিনা সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার সরকার বার বার দরকার। এর আগে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রিন্ট