কুষ্টিয়ার খোকসায় ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধাসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালী আয়োজন করা হয়। সকাল ৯ টায় উপজেলা চত্বরে মুক্তিরমন্ত্র স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ । পুষ্প মাল্য অর্পণ করেন কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ।
পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটূ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, যুবলীগের যুগ্ন আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজু, ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান বঙ্গবন্ধুর প্রতিকৃত সমালোচনা প্রতীককৃতিতে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, কৃষক লীগ, উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রোভার স্কাউট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
বেলা ১১ টায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মসজিদে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা একাডেমিক সুপারভাইজার জালাল উদ্দিন, হাফেজ সালাউদ্দিন প্রমুখ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম আবু দাউদ খান।
বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা তথ্য আপার আয়োজনে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ভাইস চেয়ারম্যান সেলিম রেজা মহিলা ভাই চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিধান কান্তি হালদার প্রমুখ। দুপুরে মুক্তিযোদ্ধার সংসদে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট