পাবনার চাটমোহরে বুধবার(৭ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন চাটমোহর পৌরসদরের আফ্রাত পাড়া মহল্লার মৃত আজিজুর রহমান ডোমন এর ছেলে সিদ্দিকুর রহমান(৬০)ও তার দুই ছেলে শিমুল হোসেন(৩৫), শিবলু হোসেন(২৬) ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
প্রিন্ট