আজকের তারিখ : ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৩৭ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৮, ২০২১, ৩:০১ পি.এম
চাটমোহরে ফেনসিডিল ইয়াবাসহ পিতা ও দুই পুত্র আটক
পাবনার চাটমোহরে বুধবার(৭ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন চাটমোহর পৌরসদরের আফ্রাত পাড়া মহল্লার মৃত আজিজুর রহমান ডোমন এর ছেলে সিদ্দিকুর রহমান(৬০)ও তার দুই ছেলে শিমুল হোসেন(৩৫), শিবলু হোসেন(২৬) ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha