মাগুরার মহম্মদপুরে ২শ’ দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
স্থানীয় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল,সহকারি কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, ওসি বোরহানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, নহাটা ইউপি চেয়ারম্যান মো. তোরাপ হোসেন, প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম এবং শিক্ষার্থীদের মধ্যে বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজের সবম শ্রেণীর ছাত্রী উন্নতি খাতুন প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে অথিতিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এর আগে সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক আবু নাসের বেগ ও উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বাইসাইকেল চালিয়ে স্টেডিয়ামের একাংশ ঘুরে আসেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জ্ঞাপন করেন।
বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আফরিন সুলতানা, পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিয়া খাতুন এবং চাকুলিয়া এসএম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী হুসনা বেগম বাইসাইকেল হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরাও তাদের মেয়েদের হাতে বাইসাইকেল দেখতে পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
- আরও পড়ুনঃ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে
ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল এবং স্থানীয় এমপি’র আর্থিক সহায়তায় এই বাইসাইকেল ক্রয় করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
প্রিন্ট