এনটিভি’র কুষ্টিয়ার ষ্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আছর ক্লাবের হল রুমে এক স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান সভায় সভাপতিত্ব করেন।
ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবলু মোস্তাফিজ, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, তথ্য ও গবেষনা সম্পাদক মো: জহিরুল কবীর নবীন, নির্বাহী সদস্য কমরেড আরিফ, লিটন উজ্জামান, তূর্য হোসেন, শাকিল খান , বুলবুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
স্মরণ সভার শুরুতে প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সাংবাদিকগণ।
- আরও পড়ুনঃ বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী আজ
মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন। মাহফিলে ফারুক আহমেদ পিনুর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ৮ই আগষ্ট কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক ফারুক আহমেদ পিনু।
প্রিন্ট