আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৮, ২০২৩, ৮:০৬ পি.এম
ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

এনটিভি'র কুষ্টিয়ার ষ্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু'র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আছর ক্লাবের হল রুমে এক স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান সভায় সভাপতিত্ব করেন।
ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবলু মোস্তাফিজ, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, তথ্য ও গবেষনা সম্পাদক মো: জহিরুল কবীর নবীন, নির্বাহী সদস্য কমরেড আরিফ, লিটন উজ্জামান, তূর্য হোসেন, শাকিল খান , বুলবুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
স্মরণ সভার শুরুতে প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সাংবাদিকগণ।
মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন। মাহফিলে ফারুক আহমেদ পিনুর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ৮ই আগষ্ট কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক ফারুক আহমেদ পিনু।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha