বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ৯ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ৫টি অসহায় পরিবারকে নগদ ২০০০ টাকা অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, ওসি মো.আবু তাহের, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া প্রমুখ।
প্রিন্ট