ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। সোমবার (৭ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ কনফারেন্স রুমে চরভদ্রাসন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনার বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ বলেন, ‘ পদ্মা নদী ঘেসা চরভদ্রাসন উপজেলাটি একটি ভাঙন কবলিত এলাকা। এখানে প্রতি বছর নদী ভাঙনে অনেক পরিবার ভূমিহীন ও গৃহহীন হয়ে পরেছিল। সরকার মুজিববর্ষ উপলক্ষে এসব অসহায় পরিবারকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিয়েছেন। চরভদ্রাসন উপজেলায় ‘ক’ শ্রেনীভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪৬৫জন। এ সকল পরিবার গুলো ১ম,২য়,৩য় ও ৪র্থ পর্যায়ে আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় পুনর্বাসিত হয়ে সুখে শান্তিতে বসবাস করছে।
ইউএনও আরও বলেন আগামী ৯ আগস্ট আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ঐদিন সারা দেশে ৩৯,৩৬৫ টি ঘর এবং ফরিদপুর জেলায় ৬২৪ টি গৃহ প্রদান করা হবে। অনুষ্ঠানটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সম্প্রচার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু ও স্থানীয় সংবাদকর্মী বৃন্দ।
প্রিন্ট