ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নিহত সেই মা-মেয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৫ এপ্রিল) রাত ৯টায় নিহতের বাবার বাড়ি উপজেলার পাঁকুড়িয়া গ্রামে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি। পরে পরিবারের সদস্যদের সান্থনা দেন।
এসময় তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও বিভিন্ন প্রকার নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।
গত রোববার (৪ এপ্রিল) ফরিদপুরের মধুখালি উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী হালিমা (২৬) ও তার এক বছর ৬ মাসের শিশু কন্যা আফসানাকে নিয়ে ভ্যানে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম থেকে তার বাবার বাড়ি বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়াগ্রামে যাচ্ছিলেন।
সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে টাবনী ঘোষ বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশের একটি সজনে গাছ তাদের ওপর ভেঙে পডলে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু ঘটে।
মারাত্মক আহত অবস্থায় শিশু কন্যা আফসানাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেয়ের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
প্রিন্ট