কুষ্টিয়ার ভেড়ামারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু‘র ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ কামাল সহ ৭৫-এর ঘাতকদের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় ভেড়ামারা উপজেলা পরিষদ সভাকক্ষে শেখ কামালের কর্মময় জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। আলোচনায় অংশ নেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, সহকারী কমিশনার (ভুমি) রেকসোনা খাতুন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন। কর্মকর্তা শায়েখুল ইসলাম,ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, সিনিয়র মৎস অফিসার শীরিন শাম্মী আক্তার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নন প্রমূখ।
প্রিন্ট