ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা সরকার নদী ভাঙ্গনরোধসহ চর অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দিয়েছে। রাস্তা-ঘাট, স্কুল-মাদ্রাসাসহ সার্বিক উন্নয়নে কাজ করছে।
আগামীতে শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করলে, চরাঞ্চলের মানুষের সকল সমস্যার সমাধান হবে। তিনি গতকাল সোমবার দুপুরে চরমানাইর ইউনিয়নের আদেলউদ্দিন মোল্যার কান্দি, আমির খার কান্দি, কাজী কান্দি, জাজিরা কান্দি ও চরমানাইর মাদ্রাসা এলাকার আড়িয়ালখাঁ নদের ভাঙ্গণ পরিদর্শন কালে চরমানাইর মাদ্রাসা প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
- আরও পড়ুনঃ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকুন
চরমানাইর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মহবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরনাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রোকনউদ্দিন মোল্যা, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবর রহমান মাতুব্বর, চরমানাইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ূব আলী, যুবলীগ নেতা নাসিরউদ্দিন খা ও মিজানুর রহমান মোল্যাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নিক্সন মমর্থিত বিভিন্ন নেতাকর্মিরা।
-ফরিদপুরের সদরপুরে চরাঞ্চলে গেলে এলাকাবাসি ফুলের শুভেচ্ছা দেন ও ভাঙ্গন এলাকা পরিদর্শনের একাংশ।
প্রিন্ট