কুষ্টিয়ার খোকসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
খোকসা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বিলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির, উপজেলা প্রাথমিক ইন্সপেক্টর অপূর্ব লাল ভট্টাচার্য, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাইদা আকবর, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক তুরান আলী মোল্লা, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবী প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ।
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে রমনাথপুর সরকার প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৫-৪ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
- আরও পড়ুনঃ দেশের প্রথম আইকনিক রেল স্টেশন দৃশ্যমান
অপরদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দেবীনগর সরকার প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও সভাপতি খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। খেলা দুইটি পরিচালনা করেন রেফারী পীযূষ কুমার মজুমদার।
প্রিন্ট