মাগুরা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ডা. এস. এম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর তারিফ-উল-হাসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন।
সারাদেশের ন্যায় মাগুরা জেলাতেও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে নিবিড়ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে সবার বাড়িঘর, অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং বিশেষ করে বাড়ির ভেতরে ও বাইরে পানি জমে থাকা বন্ধের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি আরও জানান যে, পৌরসভাসহ জেলার সবকয়টি ইউনিয়নে ডেঙ্গু সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। এলক্ষ্যে ব্যাপক মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। জেলা সদরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে থাকা স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্ত যেকোন রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং সরকারি হাসপাতালসমূহে ডেঙ্গু পরীক্ষা একদম বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া, ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কেউ যেন সরকার কর্তৃক নির্ধারিত ফি এর বেশি না নেয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
মাগুরা জেলা প্রশাসন আশা করে যে, সবাই যার যার অবস্থান থেকে সচেতন হলে করোনার মতো ডেঙ্গুও প্রতিরোধ করা সম্ভব হবে। তাই আসুন, আমরা ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হই।
উল্লেখ্য যে, আজ হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ৫৫৭ জন। যার মধ্যে ডেঙ্গু রোগী ৩৩ জন (পুরুষ ২৫, মহিলা ৭, শিশু ১ জন)।
প্রিন্ট