ফরিদপুর শহরের থানা রোড জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে আজ রবিবার বিকেল পৌনে পাঁচটায় ফরিদপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য সৃষ্টি এবং অগ্নি সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাব এর সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র মাহাতাব আলী মেথু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রসূল তানিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পি, শেখ জলিল, জামাল উদ্দিন কানু, বদর উদ্দিন বদু প্রমুখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ নলছিটিতে উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন
এ সময় বক্তারা বলেন, বিএনপি আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপির আন্দোলন কখনোই আলোর মূখ দেখবে না। সরকার তথা বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় শান্তি পূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে বিশ্বাসী। তবে বিএনপি যদি সভা-সমাবেশের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। যারা ২১শে আগষ্টের মতো নির্মম হত্যাকান্ড চালায় তাদের মুখে কখনই গনতন্ত্রের কথা মানায় না তাই বাংলাদেশের জনগন কখনই আর তাদের রাজনিতিকে বিশ্বাস করে না৷ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহব্বান জানান।
প্রিন্ট