প্রথমবারের মতো অনুষ্ঠিত ২ দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান গত শুক্রবার ২৮ জুলাই মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, লেখক, চিন্তাবীদ, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, সভ্যতার বিকাশের ক্ষেত্রে সাহিত্য একটি বড় নিয়ামক। সাহিত্যচর্চা আমাদের মানবিক গুণাবলিসমূহকে বিকশিত করে। এছাড়া, সাহিত্য আমাদের মনের ক্ষুধা মেটায়। তিনি নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে সাহিত্যের অমিয় সুধা আস্বাদন করতে সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সাহিত্যচর্চায় আরও মনোনিবেশ করতে হবে।
মেলায় বিভিন্ন শিল্পীর বিভিন্ন সাহিত্য কর্মের স্টলের সন্নিবেশ ঘটে। এছাড়াও, মেলার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় কবি-সাহিত্যিকদের স্বরচিত সাহিত্য পাঠ, আবৃত্তি, গান, নৃত্য, মঞ্চ নাটক ইত্যাদি। সাহিত্য মেলায় মাগুরা জেলার বিভিন্ন প্রান্তের ও অন্যান্য জেলা থেকে আগত লেখক ও কবি-সাহিত্যিকদের এক মিলনমেলার সৃষ্টি হয়।
উপজেলা সাহিত্য মেলা ২০২৩ এর মাধ্যমে সাহিত্যের নব উন্মেষ সৃষ্টি হলো। আসুন, আমরা সবাই সাহিত্যচর্চায় মনোনিবেশ করি৷ নিজে সাহিত্যচর্চা করি এবং অন্যকেও সাহিত্যচর্চা করতে উৎসাহিত করি। জেলা প্রশাসন, মাগুরা এধরনের শিল্প ও সাহিত্যকর্মে সবসময় অনুপ্রেরণা দেয় এবং পাশে আছে।
প্রিন্ট