বজ্রপাত রোধে ঝালকাঠির নলছিটিতে যুব সমাজের উদ্যোগে তাল গাছের চারা রোপন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) কুলকাঠি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে তাল গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু, সাবেক ইউপি মেম্বার মাসুম হাওলাদার, কুলকাঠী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম সজিব হোসেন, কুলকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম রেজা, ইউপি সচিব উত্তম দত্ত, তথ্য সেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটর মাসুকুর রহমান এবং বর্তমান ইউপি সদস্য বেলাল হোসেন, সাংবাদিক রাসেল মৃধা, সাংবাদিক সাইদুল মোল্লা, মাহফুজ আহমেদ প্রমুখ।
তারা বলেন, গ্রামাঞ্চলে আগে প্রচুর তালগাছ ছিল যার কারণে বজ্রপাতে সাধারণ মানুষ নিহতের সংখ্যা ছিল অনেক কম। এখন তালগাছ কমে যাওয়ায় বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে গেছে। বেশি বেশি তালগাছ রোপন করলে বজ্রপাতে নিহতের সংখ্যা কমানো যাবে।
প্রিন্ট