ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক দিপঙ্কর দাস কে অত্র কলেজে পুনরায় পদায়নের দাবীতি মানববন্ধন করেছে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী বৃন্দ। কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে কলেজ চত্বরে শনিবার সকাল দশটা হতে প্রায় ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে অংশ নেন সকল ছাত্র ছাত্রী বৃন্দ।
শনিবার দুপুরে মুঠোফোনে সহকারি অধ্যাপক দিপঙ্কর দাস জানান তিনি ২০১২ সালের ৩ জুন চরভদ্রাসন সরকারি কলেজে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের নভেম্বর মাসে সহকারী অধ্যাপক হিসেবে পাঠদান করান। হঠাৎ সরকারি আদেশে ২৭ জুলাই ২০২৩ ইং তারিখে তিনি আগারগা ঢাকা সরকারি সঙ্গীত কলেজে যোগদান করেন।
তিনি আরও বলেন, সরকারি আদেশ আমাদের মেনে চলতে হবে। আমার ছাত্র ছাত্রীরা রোদ্রে দারিয়ে যে ভালোবাসা দেখিয়েছে আমি থাকলে ওদের রোদ্রে দাড়িয়ে কষ্ট করতে দিতাম না। আমাকে ওরা অনেক ভালোবাসে।
মানব বন্ধনে দিপঙ্কর দাসের নানা গুনাবলি তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের সাবেক ভিপি মোঃ মিজানুর রহমান, থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল হাসান হৃদয় ও অন্যান্য ছাত্র ছাত্রী বৃন্দ। শিক্ষকের হঠাৎ এই বদলির আদেশ শিক্ষার্থীদের পড়ালেখার উপর বিরুপ প্রভাব পরবে বলেও জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারের বদলির আদেশ প্রত্যাহার করে পুনরায় চরভদ্রাসন কলেজে পদায়নের দাবী জানান।
প্রিন্ট