মাগুরার মহম্মদপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির বিভিন্ন পদাধিষ্ঠ সদ্য প্রয়াত নেতৃবৃন্দের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রয়াত সকল নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ড. বীরেন শিকদার বলেন, আওয়ামীলীগের দু:সময়ে সদ্য প্রয়ায় নেতৃবৃন্দ সংগঠনের জন্য যে ভূমিকা রেখে গেছেন তা ভোলার নয়। এ সময় তিনি প্রয়াত নেতৃবৃন্দের পারিবারিক খোঁজ-খবর রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ঈদুল শেখ।
প্রয়াত নেতৃবৃন্দরা হলেন- বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর আব্দুস সামাদ, হাজী শাহাবুদ্দিন মোল্যা, আবুল কালাম ফকির, আব্দুর শুকুর মাষ্টার, রুহুল আমিন সাখাওয়াতি, মো. মোরাদ হোসেন এবং ইউসুফ শেখ।
প্রিন্ট