৯৯৯ এর সংবাদ পেয়ে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে বুঝিয়ে দিলো মাগুরা জেলা পুলিশের এস আই (নিঃ) অর্জুন, গত বুধবার ২৬ জুলাই সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা এলাকার নারকেল বাড়িয়া গ্রামের তৌফিকুর রহমানের ১২ বছর বয়সী শারিরিক প্রতিবন্ধী শিশু তানভীর আহম্মেদ মাহমুদ, মাগুরা থানা এলাকায় হারিয়ে যায়।
শিশুটি বাক প্রতিবন্ধী হওয়ায় কারো সাথে যোগাযোগ করতে পারেনা।এমতাবস্থায় নিরুপায় হয়ে শিশু তানভীরের বাবা-মা পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে, মাগুরা সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়।
শিশুটিকে উদ্ধার অভিযান করে রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ), অর্জুন এর নেতৃত্বে একটি টিম রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের বেংগা বেরুইল বাজার এলাকা থেকে শারিরীক বাক প্রতিবন্ধী শিশু টিকে উদ্ধার করেন।
- আরও পড়ুনঃ ফাঁকা বিএনপির কার্যালয়, সামনে শুধু পুলিশ
পরবর্তিতে পুলিশ উদ্ধারকৃত শিশুটিকে তার বাবা-মায়ের নিকট বুঝিয়ে দেন। হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী শিশুটিকে ফিরে পেয়ে শিশুর বাবা মা আনন্দে কান্না করে ফেলে, তাঁরা পুলিশের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আজও দেশে পুলিশ আছে বিধায় আমরা এত বড় উপকৃত হলাম।
প্রিন্ট