ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আজ মঙ্গলবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
আলোচনা সভায় ফরিদপুরের জেলার জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শাহজাহান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মৎস্য নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সহ জেলার অন্যান্য মৎস কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় বক্তারা নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরো সচেতন করার আহব্বান করা হয়।
প্রিন্ট