ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশার কেওয়াগ্রামে খান রাইস মিলে দুর্বৃত্তদের হানা

প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির গড়াই নদীর কেওয়াগ্রাম ঘাটের অদূরে ওছিয়ার খানের মালিকানাধীন খান রাইস মিলে গত ২১ জুলাই রাতে অজ্ঞাত দুর্বৃত্তদল হানা দেয় বলে অভিযোগ উঠেছে। ওছিয়ার খান কেওয়া গ্রামের আনসার খানের পুত্র।

জানা যায়, দুর্বৃত্তরা সন্ত্রাসী বিকাশের নাম পরিচয় দিয়ে রাইস মিলে ঘুমিয়ে থাকা মালিক ওছিয়ার খানকে জাগিয়ে তুলে তার (ওছিয়ারের) চাচার সাথে বিরোধপূর্ণ জমি ফিরিয়ে দিতে বলে। জমি ফেরত না দিলে মিল বন্ধ করে দেওয়াসহ তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওছিয়ার খান নিজে বাদি হয়ে ২২ জুলাই পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওছিয়ার খান জানান, তিনি চার বছর হল কেওয়াগ্রাম ঘাটের অদূরে নিজস্ব জমির উপর খান রাইস মিল স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। এতদিনে কোন সমস্যা হয়নি।

 

গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মিলের সামনে তার (ওছিয়ারের) নাম ধরে ডাকতে থাকে। ডাক শুনে ওছিয়ার ঘুম থেকে জেগে উঠে মিলের ভিতর থেকে নাম পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তদের একজন সন্ত্রাসী বিকাশ পরিচয় দিয়ে মিলের দরজা খুলতে বলে। প্রায় ১০/১৫ মিনিট ধরে দুর্বৃত্তরা ওছিয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণ নাশের হুমকি এবং নানা ভয়ভীতি প্রদর্শন করে আকমল খানের জমি ফিরিয়ে না দিলে মিল বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয়। দরজা না খোলায় দুর্বৃত্তরা মিল ঘরের উত্তর পাশের টিনের বেড়ায় আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। ওছিয়ার সন্ত্রাসী হামলার শিকার হওয়ার আঁচ করে মিলের দরজা না খুলে কশবামাজাইল ক্যাম্পের এএসআই রিপনের মোবাইল নম্বরে ফোন দেয়। এএসআই রিপন মোবাইলে তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

ওছিয়ার খান আরও জানায়, তার চাচা আকমল খানের সাথে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধের জের ধরে ভাড়াটে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাকে ঘায়েল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার ধারণা করা হচ্ছে।

 

ঘটনার পর থেকে ওছিয়ার ও তার পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। প্রতিকার চেয়ে ২২ জুলাই ওছিয়ার খান বাদি হয়ে অজ্ঞাতদের নামে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাংশা থানার ডিউটি অফিসার অভিযোগ দায়েরের তথ্য নিশ্চিত করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

পাংশার কেওয়াগ্রামে খান রাইস মিলে দুর্বৃত্তদের হানা

প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির গড়াই নদীর কেওয়াগ্রাম ঘাটের অদূরে ওছিয়ার খানের মালিকানাধীন খান রাইস মিলে গত ২১ জুলাই রাতে অজ্ঞাত দুর্বৃত্তদল হানা দেয় বলে অভিযোগ উঠেছে। ওছিয়ার খান কেওয়া গ্রামের আনসার খানের পুত্র।

জানা যায়, দুর্বৃত্তরা সন্ত্রাসী বিকাশের নাম পরিচয় দিয়ে রাইস মিলে ঘুমিয়ে থাকা মালিক ওছিয়ার খানকে জাগিয়ে তুলে তার (ওছিয়ারের) চাচার সাথে বিরোধপূর্ণ জমি ফিরিয়ে দিতে বলে। জমি ফেরত না দিলে মিল বন্ধ করে দেওয়াসহ তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওছিয়ার খান নিজে বাদি হয়ে ২২ জুলাই পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওছিয়ার খান জানান, তিনি চার বছর হল কেওয়াগ্রাম ঘাটের অদূরে নিজস্ব জমির উপর খান রাইস মিল স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। এতদিনে কোন সমস্যা হয়নি।

 

গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মিলের সামনে তার (ওছিয়ারের) নাম ধরে ডাকতে থাকে। ডাক শুনে ওছিয়ার ঘুম থেকে জেগে উঠে মিলের ভিতর থেকে নাম পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তদের একজন সন্ত্রাসী বিকাশ পরিচয় দিয়ে মিলের দরজা খুলতে বলে। প্রায় ১০/১৫ মিনিট ধরে দুর্বৃত্তরা ওছিয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণ নাশের হুমকি এবং নানা ভয়ভীতি প্রদর্শন করে আকমল খানের জমি ফিরিয়ে না দিলে মিল বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয়। দরজা না খোলায় দুর্বৃত্তরা মিল ঘরের উত্তর পাশের টিনের বেড়ায় আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। ওছিয়ার সন্ত্রাসী হামলার শিকার হওয়ার আঁচ করে মিলের দরজা না খুলে কশবামাজাইল ক্যাম্পের এএসআই রিপনের মোবাইল নম্বরে ফোন দেয়। এএসআই রিপন মোবাইলে তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

ওছিয়ার খান আরও জানায়, তার চাচা আকমল খানের সাথে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধের জের ধরে ভাড়াটে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাকে ঘায়েল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার ধারণা করা হচ্ছে।

 

ঘটনার পর থেকে ওছিয়ার ও তার পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। প্রতিকার চেয়ে ২২ জুলাই ওছিয়ার খান বাদি হয়ে অজ্ঞাতদের নামে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাংশা থানার ডিউটি অফিসার অভিযোগ দায়েরের তথ্য নিশ্চিত করেন।


প্রিন্ট