জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুরের আনোয়ারা বেগমের(৬৫) ভাষণচর ইউনিয়নের ৩৩নং ডিগ্রীচর আমির খার ডাঙ্গিতে বপন করা প্রায় ১ একর জমির পাট কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মান্নান খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে । ভুক্তভোগী তার পৈত্রিক জমি উদ্ধারে ফরিদপুর জজ কোর্টে থেকে ১৪৪, আত্মরক্ষার জন্য ৭ ধারা ও ফৌদারি মামলা করার পরও শেষ রক্ষা হয়নি।
ভুক্তভোগী আনোয়ার বেগম জানান, তার চাচাতো ভাইয়ের ছেলে মান্নান খান দির্ঘদিন যাবত সুকদেব নগর মৌজার ১৩৯২ দাগের ১ একর ৫ শতাংস জমি দখলের পায়তারা চালিয়ে আসছে। গত কাল মান্নান ও তার লোকজন ওই জমিতে আমদের বপনকৃত পাট কেটে নিয়ে যায়। আমি বাধা দেয়ার চেষ্টা করলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এখন আমি আমার জমি হারাতে বসেছি।
এ ব্যাপারে অভিযুক্ত মান্নান খানের সাথে কথা হলে তিনি জানান, এই জমি আমাদের, জমির পাটও আমার। তিনি এই জমি দখলের জন্য আমাদের নামে মামলা করে রায় পেয়েছে। আমি ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেছি।
প্রিন্ট