কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে খোকসা শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিলজানি বাজারে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
তিনি বলেন আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হলে কোন শক্তি পরাজিত করতে পারবে না। তিনি আরো বলেন জামায়াত বিএনপি ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা কখনো পূরণ হবে না। তিনি বলেন জামাত বিএনপি আওয়ামী লীগের নির্মূল করার যে ষড়যন্ত্র করেছিল তাদের সেই ষড়যন্ত্র কখনো পূরণ হবে না, এবারে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি জামাত নির্মূল হয়ে যাবে।
তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য যে কাজ করেছে তা কোন সরকারি করেননি। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিজুর রহমান মোমিজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনছার আলী, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুটকা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান প্রমুখ।
প্রিন্ট