কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বার মাইল আল-আমীন জুট মিলের ষ্টোরকিপার রাশেদুলের (৪২)মরদেহ জুনিয়াদহ নলুয়া মাঠের মধ্যে থেকে আজ ১৬জুলাই রবিবার সকাল ৯টার সময় উদ্ধার করেছে থানা পুলিশ।
সে দৌলতপুর উপজেলার হােগলবাড়ি ইউনিয়নের গাছেরদিয়ার গ্রামের মৃত পিয়ার প্রমানিকের ছেলে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুর ইসলাম। তিনি জানান, রাশেদুল রাতে বার মাইল আল-আমীন জুট মিলে ষ্টােরকিপার হিসেবে কর্মরত ছিলাে। সকালে উপজেলার নলুয়া মাঠের মধ্যে সড়কের পাসে রতনের জমির মধ্যে থেকে রাশেদুলের মরদেহ উদ্ধার করা হয়।
জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসান আলী ও উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান আমিরুল ইসলাম জানান,নিহত রাশেদুল ইসলাম র্দীঘ দিন ধরে ভেড়ামারা বার মাইল আল-আমীন জুট মিলের ষ্টোরকিপার হিসেবে চাকরীরত । ইতাে পূর্বে সে বিদেশ ছিলাে।
কি কারণে ভেড়ামারা আল-আমীন জুট মিলের ষ্টোরকিপার রাশেদুল ইসলাম কে রাতে কে বা কারা মিল থেকে ধরে নিয়ে এসে বাড়ির কাছে মাঠের মধ্যে হত্যা করে লাশ ফেলে রেখে যায় তা জানা যায়নি।
আজ রবিবার সকাল ৯টার সময় ভেড়ামার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সােরত হাল রিপাের্ট তৈরী করে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।
প্রিন্ট