কুষ্টিয়ার খোকসায় আমবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বানাত আলী প্রামানিক(৮০)এর মৃত্যু ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ।
শুক্রবার রাত ৮ টায় বানাত আলী প্রামানিক মৃত্যু বরণ করেন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার গার্ড অফ অনার প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা বানাত আলীর গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, অধ্যাপক আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর হবি প্রমুখ।
জানাজার নামাজ শেষে গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেন। মহরম মুক্তিযোদ্ধা বানাত আলী প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন।

প্রিন্ট