কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ দিন ধরে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২ জুলাই) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা
গত শুক্রবার বিকেলে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে তারা নিখোঁজ হন।
দুই শিক্ষার্থী হলেন- উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে মো. সাব্বির শেখ (১৩) ও বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে মো. সামিউল ইসলাম। তারা দুইজনই চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদরাসার হেফজ শ্রেণির ছাত্র।
জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার মাদরাসা থেকে প্রায় তিনশো মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল সাব্বির ও সামিউল। সবাই ফিরে আসলেও তারা আর ফেরেনি। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি নিখোঁজ ছাত্রদের পরিবারকে জানায়। মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান মেলেনি। পরে থানায় জিডি করেন অভিভাবকরা।
নিখোঁজ শিক্ষার্থীদের বাবা আলম ও শিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদরাসার হুজুর ফোন করে জানায় আমাদের সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে শিশুদের খোঁজ করা হয়। পাঁচ দিনেও খোঁজ মেলেনি তাদের।
মাদরাসার শিক্ষক মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবারে বিকেলে মাঠে খেলা দেখতে গিয়ে দুইজন আর ফিরে আসেনি। তাৎক্ষণিক তিনি অভিভাবক ও মাদরাসা পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করেও দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাননি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিখোঁজের ঘটনায় দুই অভিভাবক থানায় জিডি করেছেন। পুলিশ তাঁদের উদ্ধারে কাজ করছে।
প্রিন্ট