ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর Logo বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী Logo তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন Logo মাধবদীতে হুমায়ুন কবির নামে এক জনকে গুলি করে হত্যা Logo প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারেক জিয়ার ৩১ দফার দাওয়াত পৌছে দিতে হবে Logo মাত্র একটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজেকে ছড়িয়ে দিয়েছেন হেলাল হাফিজ Logo পাংশা উপজেলা নির্বাহী অফিসারের সাথে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ Logo কালুখালী কলেজ প্রভাষক রাজ্জাকের জানাজা সম্পন্ন Logo খোকসায় প্রগতি সংঘের উদ্যোগে দরিদ্র তাঁতিদের মাঝে বিনামূল্যে তাঁত শিল্প উপকরন বিতরণ Logo মালাই চা বিক্রি করে শামীম সাবলম্বী
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুমারখালীতে পাঁচ দিন ধরে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থী

কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ দিন ধরে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২ জুলাই) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা

গত শুক্রবার বিকেলে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে তারা নিখোঁজ হন।

দুই শিক্ষার্থী হলেন- উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে মো. সাব্বির শেখ (১৩) ও বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে মো. সামিউল ইসলাম। তারা দুইজনই চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদরাসার হেফজ শ্রেণির ছাত্র।

জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার মাদরাসা থেকে প্রায় তিনশো মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল সাব্বির ও সামিউল। সবাই ফিরে আসলেও তারা আর ফেরেনি। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি নিখোঁজ ছাত্রদের পরিবারকে জানায়। মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান মেলেনি। পরে থানায় জিডি করেন অভিভাবকরা।

নিখোঁজ শিক্ষার্থীদের বাবা আলম ও শিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদরাসার হুজুর ফোন করে জানায় আমাদের সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে শিশুদের খোঁজ করা হয়। পাঁচ দিনেও খোঁজ মেলেনি তাদের।

মাদরাসার শিক্ষক মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবারে বিকেলে মাঠে খেলা দেখতে গিয়ে দুইজন আর ফিরে আসেনি। তাৎক্ষণিক তিনি অভিভাবক ও মাদরাসা পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করেও দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাননি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিখোঁজের ঘটনায় দুই অভিভাবক থানায় জিডি করেছেন। পুলিশ তাঁদের উদ্ধারে কাজ করছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর

error: Content is protected !!

কুমারখালীতে পাঁচ দিন ধরে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থী

আপডেট টাইম : ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ দিন ধরে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২ জুলাই) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা

গত শুক্রবার বিকেলে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে তারা নিখোঁজ হন।

দুই শিক্ষার্থী হলেন- উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে মো. সাব্বির শেখ (১৩) ও বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে মো. সামিউল ইসলাম। তারা দুইজনই চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদরাসার হেফজ শ্রেণির ছাত্র।

জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার মাদরাসা থেকে প্রায় তিনশো মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল সাব্বির ও সামিউল। সবাই ফিরে আসলেও তারা আর ফেরেনি। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি নিখোঁজ ছাত্রদের পরিবারকে জানায়। মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান মেলেনি। পরে থানায় জিডি করেন অভিভাবকরা।

নিখোঁজ শিক্ষার্থীদের বাবা আলম ও শিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদরাসার হুজুর ফোন করে জানায় আমাদের সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে শিশুদের খোঁজ করা হয়। পাঁচ দিনেও খোঁজ মেলেনি তাদের।

মাদরাসার শিক্ষক মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবারে বিকেলে মাঠে খেলা দেখতে গিয়ে দুইজন আর ফিরে আসেনি। তাৎক্ষণিক তিনি অভিভাবক ও মাদরাসা পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করেও দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাননি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিখোঁজের ঘটনায় দুই অভিভাবক থানায় জিডি করেছেন। পুলিশ তাঁদের উদ্ধারে কাজ করছে।


প্রিন্ট