বাংলাদেশ আওয়ামী লীগের ১৪ বছরের উন্নয়ন এবং বর্তমান বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক গতকাল বৃহস্পতিবার বিকালে ফরিদপুর পৌরসভার ২৬নং ওয়ার্ডের বায়তুল আমান আব্দুল হক কাউন্সিলের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর পৌর মহিলা আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগম।
এ সময় আরো বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক,২৫,২৬ ও ২৭ নং মহিলা কাউন্সিলর চামেলী আক্তার,মহিলা লীগ কর্মী এ্যাড. লতা আক্তার, জয়ন্তী মন্ডল, শবিতা নাগ ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হকের সহধর্মিনী রিক্তা বেগম।
এসময় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আমাদের পদ্মা সেতু হয়েছে, আমরা ফরিদপুর বাসী এখন দেড় দুই ঘন্টায় ঢাকা যেতে পারি,মেট্রোরেল হয়েছে। শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
প্রিন্ট