ঝালকাঠির নলছিটিতে যমুনা গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ,বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম (বাবুল) এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই ) দুপুরে নলছিটি প্রেসক্লাব হলরুমে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয় ।
স্বজন সমাবেশের সভাপতি নলছিটি সরকারি ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক মো. শামসুল আলম বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ।
দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাংবাদিক মো. ফারুক হোসেন,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান।
প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস তালুকদার,প্রেস ক্লাবের সহ সভাপতি ও বিসিডিএস সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুফ আলী তালুকদার, নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার রানা, নলছিটি গার্লস স্কুল আ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, , শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন, , বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, আওয়ামিলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য খোন্দকার মো. মুজিবুর রহমান।
নলছিটি প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. এনায়েত করিমের স্বজন সমাবেশ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও কুলকাঠি ইউনিয়ন চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. দুলাল শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সর্দার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী, শিক্ষক, রাজনীতিবীদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সর্বোস্তরের জনসাধারন ।
- আরও পড়ুনঃ ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম চালু
অনুষ্ঠান শেষে শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলছিটির ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বাহাউদ্দিন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস।
প্রিন্ট