মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এবং বিদ্যালয়টি এমপিও ভুক্তির শর্ত পূরণে উক্ত বিদ্যালয়ের অনুকূলে ০.২০ একর (২০ শতক) খাস জমি বন্দোবস্ত প্রদানের নিমিত্ত সচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
বুধবার ১২ জুলাই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টির শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে এ সংক্রান্ত কাগজপত্র তুলে দেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা ও সভাপতি, মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।
আজ শহরের দোয়ার পাড় বাঁশতলা এলাকায় অবস্থিত বিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে শহরের শেখ রাসেল আইটি পার্ক সংলগ্ন সরকারি খাস জমি থেকে ২০ শতক জমি প্রদানের কাগজপত্র হস্তান্তর করা হয়।
২০১৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির কার্যক্রম বর্তমানে ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে। জমি হস্তান্তরের পর প্রতিষ্ঠানটির স্থায়ী অবকাঠামো তৈরি হবে।
এছাড়াও, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, শ্রেণিকক্ষের জন্য ফ্যান,চেয়ার টেবিল, প্রজেক্টর সেট, ফুলদানি ও সৌন্দর্যবর্ধক লাইট, দেয়াল ঘড়ি ও অন্যান্য সরঞ্জামাদি প্রদান করেছেন।
প্রতিবন্ধীদেরকে সমাজের মূল ধারায় টিকিয়ে রাখতে এবং তাদেরকে দেশের সম্পদে পরিণত করতে জেলা প্রশাসন, মাগুরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট