অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। যে কোনো ধরণের অপরাধ হোক অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যত ক্ষমতাবানই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না – ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার।
আজ দুপুরে আলফাডাঙ্গা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সদস্যদের সাথে ‘জেলা কোর কমিটি’র মতবিনিময় সভায় প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকাদার কথা গুলো বলেন।
মতবিনিময়কালে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তাবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রাচীণতম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য এ জেলার আলফাডাঙ্গা উপজেলার সর্বশ্রেণির জনগণকে স্ব-স্ব স্থান থেকে আইনের প্রতি সচেতন হতে বললেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো.শাজাহান, পিপিএম-সেবা।
এ সময় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা এনএসআই যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাশ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার সুমন কর, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, আলফাডাঙ্গা পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ তালুকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজা, ওসি মো.আবু তাহের ও আলফাডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলম।
প্রিন্ট