জাসদ সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতেই বিএনপি-জামায়াত জোট ও তাদের দোসররা সরকার উৎখাত এবং অসাংবিধানিক পন্থায় নির্বাচন আয়োজন করতে চায়।
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকিকরণ, সাংবিধানিক ধারা অব্যাহত রাখা এবং সংবিধান রক্ষার একমাত্র পথ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা। দেশী-বিদেশী নানা চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার কোনো বিকল্প নেই।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি রবিবার ৯জুলাই,সকাল ৯টার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর নিজ বাসভবনে মোকারিমপুর ইউনিয়ন জাসদের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সভাপতি এ্যাড: তানজিলুর রহমার এনাম, সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বেনু প্রমুখ।
- আরও পড়ুনঃ নলছিটিতে আমগাছে ঝুলছে যুবকের মরদেহ
হাসানুল হক ইনু আরো বলেন, গণন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ, সাংবিধানিক ধারা অব্যাহত রাখা এবং সংবিধান রক্ষার একমাত্র পথ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা। সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি-বিদেশী চক্রান্ত মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ই অনুষ্ঠিত হবে।
প্রিন্ট