আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের ধাক্কায় প্রান হারিয়েছেন আব্দুল করিম (৩৫) নামক একজন বালু সরবরাহকারী। তার ভাই লিখন (৩০) এর অবস্থাও সংকটাপন্ন।শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকর পাড়া রেলক্রসিং এ এ দূর্ঘটনা ঘটে।
আব্দুল করিম ও লিখন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে।
জানা গেছে, বালি পরিবহনের জন্য গাড়ি কেনেন আব্দুল করিম। বিভিন্ন যায়গায় ইট, বালি সরবরাহ করতেন। শুক্রবার সকালে দুই ভাই চাটমোহরের প্রভাকর পাড়া এলাকায় বালু সরবরাহ করতে আসেন। ফেরার পথে প্রভাকর পাড়ার অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস তাদের গাড়িটিকে ধাক্কা মারলে ছিটকে পরে দুই ভাই মারাত্মক আহত হন।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা চলা কালীন সময় মারা যান আব্দুল করিম। উন্নত চিকিৎসার জন্য লিখনকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয় ।
কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা জানান, অনেক চেষ্টা করেও দূর্ঘটনার শিকার আব্দুল করিমকে বাঁচানো সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য লিখন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রভাকর পাড়া রেল ক্রসিং এ কোন গেইট ম্যান নাই। অসাবধানতা বশত এ দূর্ঘটনা ঘটেছে। আমি বিষয়টি জিআরপি থানা পুলিশকে অবহিত করেছি।
প্রিন্ট