ইতালির মিলানে বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের নিয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী সমিতির কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সমিতির সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলালের পরিচালনায় সভায় শুরুতে কোরআন তেলাওয়াত ও সমিতির প্রতিষ্ঠাকালীন থেকে এই পর্যন্ত মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রম কে গতিশীল করতে আগামীতে বিভিন্ন কর্মসূচি সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মীর হোসেন বিপ্লব ,উপদেষ্টা মুশিউর রহমান শাহীন ,নূর হোসেন ,আবুল হোসেন,গোলাম সারওয়ার ,ফকরুল ইসলাম ,আজিজুল হক ,ইঞ্জিনিয়ার ফকরুল ইসলাম ,আহসান উল্লাহ হাসান ,সহ সভাপতি বিসমিল্লাহ বাচ্চু ,নুরুল আফসার ,রাজু আহমেদ রাজন,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া ,জাকির হোসেন ,নাজমুল হোসেন বাবুল ,ইসমাইল হোসেন সুহেল ,আমজাদ স্মরণ ,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জনি ,সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুহেল ,প্রচার সম্পাদক আজিম উদ্দিন ,সহ প্রচার সম্পাদক কামরান উদ্দিন কাউসার ,ফয়সাল ইসলাম ,কোষাদক্ষ আরমান উদ্দিন ,আইন ও আন্তর্জাতিক সম্পাদক আজম খান ,ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো সুমন পাঠুয়ারী ,ক্রীড়া সম্পাদক মো রিপন ,ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন ,সদস্য শাহাদাত হোসেন ,এনামুল হক রিমন ,মাহিদ হোসেন প্রমুখ।
সভায় আলোচনা শেষে কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ নামের তালিকা ঘোষণা করেন সমিতির সভাপতি সেলিম আহমেদ। এবং সকলের মতামতের ভিত্তিতে সমিতির পক্ষ থেকে আগামী ৬ আগস্ট ফ্রান্সে বনভোজন আয়োজন এবং ২০ আগস্ট সমিতির অভিষেক ও গ্রিল পার্টির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির সকল নেতৃবৃন্দ ছাড়াও মিলানের রাজনৈতিক সামাজিক ও কমিউনিটির নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানানো হবে। পরিশেষে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আপ্পায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।
প্রিন্ট