সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে বাসস্থান হস্তান্তর করা হয়েছে। রোববার (২ জুলাই) ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজনে ৫৫ আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় সেনাপ্রধানের পক্ষে বাসস্থান হস্তান্তর করেন নড়াইলের লোহাগড়া উপজেলার করফা স্কুল মাঠে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ৮ ফিল্ড রেজিমেন্ট (আর্টিলারি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আল হেলাল মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঘর পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা প্রামের বাসিন্দা আয়শা বেগম, মর্জিনা বেগম, রেবা বেগম ও কালাম শেখ।
জানা গেছে, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রথম পর্যায়ে চারজন গৃহহীন ও অসহায়দের বাসস্থানের ব্যবস্থা করে দেন। ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘরে দুইটি করে শোবার ঘর, বারান্দা ও লাগোয়া টয়লেট রয়েছে। মূলত দুস্থ ও প্রতিবন্ধীসহ যাদের ন্যূনতম মাথা গোঁজার ঠাঁই নেই, প্রাথমিকভাবে তাদের ঘর করে দেওয়া হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে।
ঘর পেয়ে অনুভূতি প্রকাশ করে আয়শা বেগম বলেন, প্রতিবন্ধী মেয়েকে নিয়ে রোদ, বৃষ্টি, ঝড়ে ভাঙা ঘরে থাকতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে মেয়েকে নিয়ে সারারাত না ঘুমিয়ে বসে থেকেছি। অনেকের কাছে সাহায্য চেয়েছি একটি ঘরের জন্য কিন্তু কেউই সেভাবে গুরুত্ব দেয়নি। তবে আমাদের সেনাপ্রধান মাথা গোঁজার মতো সুন্দর একটি ঘর দিয়েছেন। এখন আর বৃষ্টিতে মেয়েকে নিয়ে ভিজতে হবে না। আল্লাহ তাকে (সেনাপ্রধান) নেক হায়াত দান করুক।
প্রিন্ট