এবার রাজশাহীর বাঘা-চারঘাট উপজেলায় ২৫ টি গরু কুরবানি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তার নির্বাচনী এলাকা বাঘা-চারঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এসব গরু কুরবানি দেওয়া হয়। কুরবানি দেওয়া গরুর মাংস ওয়ার্ডের নেতাদের মাধ্যমে বিতরণ করা হযেছে।
বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব সিরাজুল ইসলাম জানান, বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মধ্যে- বাঘা পৌরসভায় ৩টি, গড়গড়ি,চকরাজাপুর ও মনিগ্রাম ইউনিয়নে ২টি করে এবং আড়ানি পৌরসভা, আড়ানি ইউনিয়ন,পাকুড়িয়া,বাউসা,বাজুবাঘা ইউনিয়নে ১টি করে। এছাড়াও নির্বাহি অফিসারের মাধ্যমে গুচ্ছগ্রামে ও থানায় ১টি করে গরু কুরবানি দেওয়া হয়েছে। অনুরুপভাবে চারঘাট উপজেলায়-১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৮টি এবং থানায় ১টি দেওয়া হয়েছে।
সিরাজুল ইসলাম জানান, বাঘা পৌরসভায় দেওয়া ৩টি গরুর একেকটির দাম ছিল দেড়লাখ টাকা। অন্য গরুগুলো ১লাখ টাকার মধ্যে। ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাদের মাধ্যমে কুরবানি দেওয়া গরুর মাংস দুঃস্থদের দেওয়া হয়েছে। এছাড়াও আড়াই লাখ টাকা দামের আরো ১টি গরু প্রতিমন্ত্রীর নিজ বাসায় কুরবানি দিয়েছেন।
বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান জানান,তার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১৫ জনকে মাংস দেওয়া হয়েছে। এছাড়াও যে গ্রামে কুরবানির পশু জবাই করা হয়েছে,সেই গ্রামের প্রায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
প্রিন্ট