আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। তাই কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো তাকে। কারণ, প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিনই মন থেকে হারায় না।’বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন, এসো মিলি প্রাণের টানে যার সঙ্গে মনের সব কথা খুলে বলা যায়,সুখে-দুখে যাকে কাছে পাওয়া যায় সেই তো প্রকৃত বন্ধু। কুষ্টিয়ার ভেড়ামারার বন্ধু-বান্ধবীরা মহামিলনের সার্বজনীন ঈদ উৎসব হিসেবে ঈদের দিন থেকে বেছে নিয়েছে তারা। শহরে নানা জায়গায় ভ্যানু করে বিভিন্ন এসএসসি ব্যাচ করছে আনন্দ উৎসব।
এই আনন্দর মধ্যে দিয়ে দেখা হচ্ছে অনেক পুরোনো বন্ধু-বান্ধবীদের সাথে। সেই ছোট বেলার খেলার সাথী,বাল্য বন্ধু,স্কুল পড়ুয়া বন্ধু-বান্ধবীকে নিয়ে গত দুই বছর যাবৎ কুষ্টিয়ার ভেড়ামারায় কয়েক বছর ধরে এমন অনুষ্ঠান ধারাবাহিক ভাবে ভেড়ামারায় চলে আসছে। যা ঘটা করে ব্যাপক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ঈদ পূর্ণমিলনী করছে তারা।
বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন, এসো মিলি প্রাণের টানে শ্লোগানকে বুকে ধারন করে, ১৯৭২সালের বন্ধু-বান্ধবী থেকে শুরু করে ২০২২সালের এসএসসি বন্ধু-বান্ধবীরা একত্রীত্ব হয়ে নেচে গেয়ে ব্যাপক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে করছে নানা ধরনের অনুষ্ঠান।
ঈদের দিন থেকে চলছে বিভিন্ন এসএসসি ব্যাচের নানা অনুষ্ঠান। ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদালয়,ভেড়ামারা সরকারী কলেজ ,ভেড়ামারা সরকারী মহিলা কলেজ, ভেড়ামারা সরকারী বালিকা বিদ্যালয়, ,ভেড়ামারা সরকারী বোর্ড স্কুল, উপজেলা অডিটোরিয়াম হল রুমে, সাথী ফুড পার্কে,মনি পার্কে,বাহাদুরপুর ও গোলাপ নগর মাধ্যমিক বিদ্যালয়ে ভ্যানু করে ঈদ পূর্ণমিলনী করছে।
ফ্রেন্ডশীপ এসএসসি ব্যাচ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শুরু হয়েছে ঈদের পর দিন থেকে ৭২,৭৪,৮১,৮২,৮৪.৮৫,৮৮,৯২,৯৩.৯০.
১৯৮১/৮২ সালের এসএসসি ব্যাচের গ্রুপ লিডার আবজাল হোসেন পান্না বলেন,পুরোনো দিনের স্মৃতি আকাশে বন্ধুদের ডানা মেলেছিলো ঈদেও পরের দিন ষাথী ফুড পার্কে অনুষ্ঠানে। বারবার মনে হয়েছে আর একবার আয় রে সখা প্রাণের মাঝে আয়…। আমরা অনুভব করেছি, বন্ধুত্বের চেয়ে পৃথিবীতে মূল্যবান কিছুই নাই।
এসএসসি ৮৮ব্যাচের বন্ধু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ও সহকারী অধ্যাপক, ডাঃ রতন কুমার পাল বলেন,বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক । আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। বন্ধু ছাড়া জীবন অসম্ভব। হেলেন কেলারের মতে অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। জীবনে ভালো বন্ধুর গুরুত্ব অনেক। বন্ধু হলো জীবনের একটা পার্ট।
এসএসসি বিডি৮৮এ্যাডমিন প্যানেলের চালিকা শক্তি ঈশ্বরদীর বন্ধু তারিক জামান বলেন,বন্ধুর কল্যাণের জন্য বন্ধু। বিপদে আপাদে বন্ধুর উপকার চিরদিন আছে,থাকবে। বন্ধু শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুত্ব হলো একটি মজার সম্পর্ক। যেমন তুই ,তোরা কত সু-মধুর কথা বন্ধুর প্রতি ভালোবাসা চিরকাল শেষে হয় না কখনো।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ,ড.এম আনিছুর রহমান বলেন, লকডাউনে বাসায় এক প্রকার ঘরবন্দী যাপিত জীবন চলছিলো আমার। লকডাউনে এই যাপিত গৃহবন্দীতে একরাশ আনন্দের আলো ছড়িয়ে দিয়েছে বন্ধুরা। তাদের সাথে কাটানো নিত্যনতুন আড্ডা কোলাহলে দারুন মজার স্মৃতিগুলো ক্ষণিকের যার সঙ্গে মনের সব কথা খুলে বলা যায়,সুখে-দুখে যাকে কাছে পাওয়া যায় সেই তো বন্ধু।
- আরও পড়ুনঃ সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন
কুষ্টিয়ার ভেড়ামারা এসএসসি ব্যাচ ৮৮’র কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ বলেন, বন্ধুত্ব হলো সত্যিই একটি মজার সম্পর্ক। তুই ,তোরা কেমন আছিস এই যে সম্পর্ক কত সুন্দুর। বন্ধুর প্রতি দাবী ভালোবাসা চিরকাল শেষে হয় না কখনো। বন্ধুত্বর ভালোবাসা বন্ধন আমরা ধরে রাখতে চাই। তাই জীবন চলার পথে বন্ধুত্ব সহায়ক ভূমিকা রাখে। বন্ধুর বন্ধন অটুট থাক। সুন্দর মনের বন্ধুত্ব হোক চিরদিনের।
প্রিন্ট