ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে আটক পাঁচ, মাদক ও টাকা জব্দ Logo গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত Logo আবারও রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি গোদাগাড়ী থানার রুহুল আমিন Logo খোকসায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন Logo পাংশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo দিনাজপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা Logo বোয়ালমারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ Logo বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo লন্ডনে ফিলিস্তিনের জন্য হাজারও মানুষের মিছিল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রিজার্ভ বাড়ল ঈদে আসা রেমিট্যান্সে

-ফাইল ছবি।

উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের স্বজনদের কাছে অর্থ পাঠিয়ে থাকে। তাই ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আর এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুন মাসের ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৭ লাখ ডলার।

ঈদ ছাড়াও রিজার্ভ বাড়ার আরেকটি কারণ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের ৫২ কোটি ডলার গত সোমবার রিজার্ভে যোগ হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে। ৩০ বিলিয়ন ডলারের নিচে চলে যাওয়া রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। গত সোমবার রিজার্ভ ৩১ দমমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত ১৫ জুন রিজার্ভ ছিল ২৯ ছিল ৮৩ বিলিয়ন ডলার।

ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এমনিতেই বাড়ে জানিয়ে ব্যাংকাররা বলছেন, গত ঈদুল ফিতরের আগে এপ্রিল মাসে মাত্র ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স আসে। মে মাসে আসে ১৬৯ কোটি ডলার। যেখানে আগের বছরের এপ্রিলে ২০২ কোটি এবং মে মাসে ১৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত ২ হাজার ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের পুরো সময়ে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ডলার। অর্থাৎ এ বছর রেমিট্যান্স বেড়েছে ৪০ কোটি ডলার বা ১ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।

এদিকে ১ থেকে ২৩ জুন পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে দেশে সবচেয়ে বেশি ২৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক দ্বিতীয় স্থানে রয়েছে, যার মাধ্যমে এসেছে ১১৫ মিলিয়ন ডলার এবং বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংক তৃতীয় অবস্থানে রয়েছে, যার মাধ্যমে এসেছে ১১৪ মিলিয়ন ডলার।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে আটক পাঁচ, মাদক ও টাকা জব্দ

error: Content is protected !!

রিজার্ভ বাড়ল ঈদে আসা রেমিট্যান্সে

আপডেট টাইম : ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :

উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের স্বজনদের কাছে অর্থ পাঠিয়ে থাকে। তাই ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আর এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুন মাসের ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৭ লাখ ডলার।

ঈদ ছাড়াও রিজার্ভ বাড়ার আরেকটি কারণ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের ৫২ কোটি ডলার গত সোমবার রিজার্ভে যোগ হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে। ৩০ বিলিয়ন ডলারের নিচে চলে যাওয়া রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। গত সোমবার রিজার্ভ ৩১ দমমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত ১৫ জুন রিজার্ভ ছিল ২৯ ছিল ৮৩ বিলিয়ন ডলার।

ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এমনিতেই বাড়ে জানিয়ে ব্যাংকাররা বলছেন, গত ঈদুল ফিতরের আগে এপ্রিল মাসে মাত্র ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স আসে। মে মাসে আসে ১৬৯ কোটি ডলার। যেখানে আগের বছরের এপ্রিলে ২০২ কোটি এবং মে মাসে ১৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত ২ হাজার ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের পুরো সময়ে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ডলার। অর্থাৎ এ বছর রেমিট্যান্স বেড়েছে ৪০ কোটি ডলার বা ১ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।

এদিকে ১ থেকে ২৩ জুন পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে দেশে সবচেয়ে বেশি ২৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক দ্বিতীয় স্থানে রয়েছে, যার মাধ্যমে এসেছে ১১৫ মিলিয়ন ডলার এবং বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংক তৃতীয় অবস্থানে রয়েছে, যার মাধ্যমে এসেছে ১১৪ মিলিয়ন ডলার।


প্রিন্ট