নড়াইলের কালিয়া থেকে মিজানুর রহমান ফকির(৪০) ও আলম শেখ(৩৮) নামের মাদক ব্যবসার সাথে জড়িত দুই ব্যক্তিকে গাজা সহ গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মিজানুর কালিয়া উপজেলার নোয়াগ্রামের জনৈক হারেজ ফকিরের ছেলে এবং আলম শেখ একই গ্রামের মৃত শফি শেখের ছেলে। ২৭ জুন(মঙ্গলবার) রাতে কালিয়া থানাধীন সিঙ্গেরডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৭০০(সাতশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
- আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্র মাতালেন নায়িকা প্রিয়মনি
ডিবি পুলিশ পরিদর্শক বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট