ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, দিলেন বক্তব্যও Logo মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগী কর্তৃক অগ্নিসংযোগ ও অফিসের আসবাবপত্র ভাংচুর Logo সদরপুরে হেরোইনসহ যুবক আটক Logo নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত সেই ভ্যানের দুই যাত্রীর মৃত্যু Logo ক্লিন ইমেজের প্রার্থীর খোঁজে বিএনপি রাজশাহী-১ আলোচনায় যারা Logo দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত Logo বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠন Logo বসতভিটায় মিন্টুর শখের বাগান Logo ইসরায়েলি রাষ্ট্রদূতের গ্রেপ্তার এবং গাজা গণহত্যায় বন্ধে বিক্ষোভ সমাবেশ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ওভারস্প্রিডের কারনঃ তদন্ত কমিটির রিপোর্ট দাখিল, ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এ্যাম্বুলেন্সে অগ্নিকান্ড

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ৮ জনের ‍মৃত্যু কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির রির্পোট জমা দিয়েছে তদন্ত কমিটি। সেদিন অ্যাম্বুলেন্সটি অতিরিক্ত গতির কারণেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে গ্যাসের লাইন লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এ্যাম্বুলেন্সের চালক সহ দগ্ধ আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
দুর্ঘটনার দুদিনের মাথায় সোমবার বিকেলে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, গত শনিবার সকালে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রামে “অ্যাম্বুলেন্সটি ওভারস্পিডের কারণেই দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির একটি চাকা ফেটে গিয়ে সেটি ওভারব্রিজের রেলিংয়ে আছড়ে পড়ে, এতে গাড়ির ইঞ্জিনের সংঙ্গে সংযুক্ত সিলিন্ডারের লাইন ফেটে গিয়ে আগুন লেগে যায়। ফলে গাড়িতে থাকা আট জনেরই মৃত্যু হয়।
এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কজুড়ে স্পিড ক্যামেরা বসানোর সুপারিশ করেছে তদন্ত কমিটি।
শনিবার সকালে পদ্মা সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনায় নিহত সাতজন একই পরিবারের সদস্য। সবাই একসঙ্গে ঈদ করবেন বলে ঢাকা থেকে ফরিদপুরের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। নিহত অপরজন এ্যাম্বুলেন্স চালক।
নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের প্রবাসী আজিজার রহমানের স্ত্রী তাছলিমা বেগম (৫৫) তার মেয়ে কমলা পারভিন (২৬), বিউটি বেগম (২৪), নাতি হাসিব (৮) হাফসা (২), আরিফ(১২) ও মেহেদি(১২)। এর মধ্যে কমলা বেগম ঢাকায় বসবাস করেন। ছোট মেয়ে বিউটি বেগম উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামের মাহমুদ ইসলাম রনির স্ত্রী। এবং গাড়ির চালক ফরিদপুর সদর উপজেলার মৃণাল মালো।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের ওইদিন বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দে কে প্রধান করে করা ওই কমিটিতে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ছিলেন।
কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, দিলেন বক্তব্যও

error: Content is protected !!

ওভারস্প্রিডের কারনঃ তদন্ত কমিটির রিপোর্ট দাখিল, ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এ্যাম্বুলেন্সে অগ্নিকান্ড

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দা :
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ৮ জনের ‍মৃত্যু কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির রির্পোট জমা দিয়েছে তদন্ত কমিটি। সেদিন অ্যাম্বুলেন্সটি অতিরিক্ত গতির কারণেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে গ্যাসের লাইন লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এ্যাম্বুলেন্সের চালক সহ দগ্ধ আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
দুর্ঘটনার দুদিনের মাথায় সোমবার বিকেলে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, গত শনিবার সকালে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রামে “অ্যাম্বুলেন্সটি ওভারস্পিডের কারণেই দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির একটি চাকা ফেটে গিয়ে সেটি ওভারব্রিজের রেলিংয়ে আছড়ে পড়ে, এতে গাড়ির ইঞ্জিনের সংঙ্গে সংযুক্ত সিলিন্ডারের লাইন ফেটে গিয়ে আগুন লেগে যায়। ফলে গাড়িতে থাকা আট জনেরই মৃত্যু হয়।
এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কজুড়ে স্পিড ক্যামেরা বসানোর সুপারিশ করেছে তদন্ত কমিটি।
শনিবার সকালে পদ্মা সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনায় নিহত সাতজন একই পরিবারের সদস্য। সবাই একসঙ্গে ঈদ করবেন বলে ঢাকা থেকে ফরিদপুরের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। নিহত অপরজন এ্যাম্বুলেন্স চালক।
নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের প্রবাসী আজিজার রহমানের স্ত্রী তাছলিমা বেগম (৫৫) তার মেয়ে কমলা পারভিন (২৬), বিউটি বেগম (২৪), নাতি হাসিব (৮) হাফসা (২), আরিফ(১২) ও মেহেদি(১২)। এর মধ্যে কমলা বেগম ঢাকায় বসবাস করেন। ছোট মেয়ে বিউটি বেগম উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামের মাহমুদ ইসলাম রনির স্ত্রী। এবং গাড়ির চালক ফরিদপুর সদর উপজেলার মৃণাল মালো।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের ওইদিন বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দে কে প্রধান করে করা ওই কমিটিতে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ছিলেন।
কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করেন।

প্রিন্ট