ঈদের আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সারা দেশের ১০ হাজার ২৮৬ জন শিক্ষক-শিক্ষার্থী ও ২৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১২ কোটি টাকার অনুদান দিয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের অধীন সাড়ে ১২ হাজার শিক্ষার্থী-শিক্ষক, ৪২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৭ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ ও সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, ৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী, ৪০০ জন শিক্ষক এবং ২৪০টি স্কুল-কলেজ এ টাকা পাবে। বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।
কারিগরি ও মাদরাসা বিভাগের অফিস আদেশে বলা হয়, সাড়ে ১২ হাজার শিক্ষার্থী-শিক্ষক, ৪২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই অনুদান প্রাপ্তির তালিকায় রয়েছে।
প্রিন্ট