খোকসার গড়াই নদীর শহর রক্ষা বাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শহর রক্ষা বাঁধ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রাত সাড়ে ১২টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তবে, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাত সাড়ে নয়টার দিকে বোরকা পরা যাত্রী নিয়ে ভ্যানচালক বাঁধ এলাকায় যান। কিছুক্ষণ পরে বোরকা পরা ব্যক্তি দ্রুত ফিরে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে বোরকা পরা ব্যক্তিকে ধাওয়া করা হয়। কিন্তু সে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গেলে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়।
প্রিন্ট