মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির নামে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে একটি কুচক্রি মহল। মঙ্গলবার ২০ জুন দুপুর ৩ টার সময় সরেজমিনে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায় ঘটনার আসল সত্যতা।
রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল ও সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, গত ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে সরকারি বিধি মোতাবেক জাতীয় দৈনিক আমার সংবাদ ও স্থানীয় দৈনিক পত্রিকায় পরিচ্ছন্নতা কর্মী সৃষ্টপদ ও শূন্য পদ আয়া সার্কুলার দেওয়া হয়। এই সার্কুলারের উপর ভিত্তি করে গত শুক্রবার ১০ মার্চ ২০২৩ তারিখে উক্ত দুই পদের নিয়োগ পরীক্ষা মাগুরা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। তারা আরও বলেন সরকারি বিধি মোতাবেক অফিস সহায়ক পদে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় ১ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি
দেওয়া হয়। গত শুক্রবার ১৬ জুন সকাল ১০ টার সময় মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ে অফিস সহায়ক পদে সুষ্ঠ ও নিয়মমাফিক আগত চাকরি প্রার্থীদের উপস্থিতি ও পরীক্ষার মাধ্যমে ডিজির প্রতিনিধি ও মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে সঠিক ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
তারা বলেন এখানে কোন নিয়োগে অর্থনৈতিক লেনদেন ও স্বজনপ্রীতি করা হয়নি, পরীক্ষায় উত্তীর্ণ কারিকেই মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে মাগুরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন শ্রী প্রশান্ত কুমার মন্ডল এবং সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস দীর্ঘ দিন রাজাপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন।
প্রিন্ট